মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার। রবিবার সকালে নগরীর আকবর শাহ এলাকায় এ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলম।
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম , মোহাম্মদ ফারুক আজম , মোহাম্মদ সাইফুল আলম , মোহাম্মদ শহিদুল আলম প্রমুখ।
জানা যায়, এ আইসোলেশন সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের এম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ ও খাওয়া দেয়া হবে। সার্বক্ষণিক সেবার জন্য থাকবে ৬ জন এমবিবিএস ডাক্তার, ৬ জন নার্স ওয়ার্ড বয় এবং ২ জন সুপার ভাইজার। ভবিষ্যতে এ আইসোলেশন সেন্টারটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যাই উন্নীত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার