চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। এরই অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে হজরত শাহ আমানত শাহ মাজার ও পাথরঘাটা জপমালা রাণী গির্জায় বসানো হয়েছে করোনা প্রতিরোধক বুথ।
এই বুথ থেকে মাজার ও গির্জায় আগত জনসাধারণ ফ্রি হ্যান্ডস্যানিটাইজার ও মাস্কের সুবিধা পাবে। মাজার ও গির্জার সামনে এই করোনা প্রতিরোধক বুথ আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর পৃথকভাবে উদ্বোধন করেন।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, করোনা প্রতিরোধক বুথ বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড্যানিটাইজার পাওয়ার একটি মাধ্যম। করোনা মহামারি থেকে জনসাধারণকে সুরক্ষা দেওয়ার জন্য মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজারের ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হচ্ছে। এই সেবা দেশের সর্বক্ষেত্রে নিশ্চিত করতে পারলে কোভিড-১৯ সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে সকলে মিলে নিজ নিজ এলাকায় ফ্রি মাস্ক ও হ্যান্ড্যানিটাইজার সেবা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, আমানত শাহ দরবার শরীফের আওলাদ শাহাজাদা ছৈয়দ মোহাম্মদ বেলায়ত উল্লাহ খান হাসানী, শাহাজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, শাহাজাদা ফৌজুল করিম খান, শাহাজাদা ফরিদ উদ্দীন খান, শাহাজাদা মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ, পাথরঘাটা পবিত্র জপমালা রাণী গির্জার ফাদার লেনার্ড রিবেরু, ফাদার সজল কস্তা, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এ এম কুতুব উদ্দীন, নাছির উদ্দীন ফাহিম, যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনির ইসলাম, সাঈদ হাসান তুষার, জোবাইদুল আলম আশিক, জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, অন্তর হর, ইয়াছির আরাফাত রিকু, গোবিন্দ দত্ত, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন ও ফারহান উদ্দীন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই