চট্টগ্রামে ১০ বছরের এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর রহমান (৪৮) নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মুজিব নগরীর সদরঘাট থানার মোগলটুলী জমিরউদ্দিন গলি এলাকার নুর রহমানের ছেলে। তিনি বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে বসবাস করতেন। সোমবার থানার বার্মা কলোনীতে এ ঘটনা ঘটে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, মুজিবর রহমান টাকার লোভ দেখিয়ে পাশের বাসার ১০ বছরের এক শিশু কন্যাকে ফাঁকা বাসায় ডেকে নিয়ে আসে। এটি পাশের মানুষজনের জানাজানি হলে মুজিবের শয়ন কক্ষের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। এরপর জিজ্ঞাসাবাদে, মুজিব শিশুটিকে লোভ দেখিয়ে অনৈতিক কার্যকলাপ করে বলে জানায় শিশুটি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মুজিবরকে পুলিশে সোপর্দ করে। তবে মুজিবকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার