চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। রবিবার সকালে কোতোয়ালী এবং খুলশী থানা এলাকায় পৃথক এ অভিযান দুটি চালানো হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারি পরিচালক এমদাদুল ইসলাম বলেন, রবিবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪শ’ পিস ইয়াবাসহ ফয়সাল আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই সময় খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। এসময় ৫শ’ পিস ইয়াবাসহ মো আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতোয়ালী এবং খুলশী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম