চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহরে ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও দুজন। নিহতরা মোস্তফা হাকিম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নুর নবীর স্ত্রী-মেয়ে বলে জানা যায়।
বন্দর থানার এসআই মাসুদুর রহমান বলেন, ‘আনন্দ বাজার লিংক রোডে বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী এক সিএনজিকে। ঘটনাস্থলে সিএনজিতে থাকা মা ও মেয়ে মারা যান। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন। আহতের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম