চট্টগ্রাম নগরীর তুলাতলি এলাকার বিজয় কেতন বিদ্যা নিকেতনের ৬০ শিক্ষার্থীর মাঝে করোনাভাইরাস থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাব’র (ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড) উদ্যোগে এসব বিতরণ করা হয়।
বিকালে আন্তর্জাতিক শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে নানা বিষয়ে সচেতন করে তোলা এবং শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে নানা পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুমা চক্রবর্তী, ওয়াই স্যাবের কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং কোরডিনেটর সাখাওয়াত মোস্তাফা সাকি, চীফ এডিটর সুকন্যা ঘোষ, কালচারাল কোরডিনেটর তন্ময় পাল, সাব-এডিটর নিশাত তাসনিম, আইটি এসোসিয়েট মো. সায়মন উদ্দিন, মিন্টু দাশ অনির্বাণ, অদ্রিজা ভট্টাচার্য প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম