সম্প্রতি ঘোষিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। এই ফলাফল সন্তোষজনক না হওয়ায় বিভিন্ন বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৭ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করবেন বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফলাফলের জন্য পদার্থ বিজ্ঞানে ৮৫২ জন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২ হাজার ২০৬ জন, রসায়নে ৫১৬ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ৬৮৪ জন, উচ্চতর গণিতে ২৬৭ জন, জীববিজ্ঞানে ১৯৭ জন, পৌরনীতিতে ২৬৫ জন, অর্থনীতিতে ২৩ জন, হিসাববিজ্ঞানে ২ হাজার ১৫৬ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১৭২ জন, ব্যবসায় উদ্যোগে ৪৮৫ জন শিক্ষার্থীসহ মোট ৭ হাজার ৮২৩ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
জানা গেছে, সম্প্রতি ঘোষিত এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২১ সালের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।
এখানে পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন ও ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৪৭। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এমআই