চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে রাজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। নিহত রাজিয়া ওই এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। শনিবার (৭ মে) দিনগত রাত ১০টার দিকে চন্দনাইশ থানাধীন পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত রাজিয়া বেগমকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাতে জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক। দুজনের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। শনিবার ঝগড়ার এক পর্যায়ে স্বামী ছুরি দিয়ে আঘাত করে রাজিয়া বেগমকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ