চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ স্বামীর হাতে খুন হয়েছেন রাজিয়া বেগম নামে এক বৃদ্ধা। শনিবার রাতে জেলার চন্দনাইশ থানার এলাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী এম এ সাত্তার।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত রাজিয়া এবং তার স্বামী সাত্তারের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। কলহের জের ধরে শনিবার রাতে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করে সাত্তার। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।
বিডি-প্রতিদিন/শফিক