প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় একটি নৌকা ও কয়েকটি জালও জব্দ করা হয়। রবিবার সকাল ১০টায় হালদা নদীর মোহনা ও কচুখাইন এলাকায় নৌ পুলিশ এ অভিযান চালায়।
চট্টগ্রামের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূঁইয়া বলেন, হালদা নদীতে অবৈধভাবে মাছের রেণু পোনা ধরার সময় প্রায় ১০ হাজার রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় একটি নৌকা ও কয়েকটি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা রেণু পোনা হালদা নদীতে অবমুক্ত করা হয়। হালদার মা মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ