ঘর থেকে অভিমান করে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো নয়ন, আরিফুল ইসলাম আরিফ এবং আবদুল লতিফ। শনিবার (৭ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র আকবর শাহ থানা পুলিশ।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, পরিবারের সাথে অভিমান করে কুমিল্লা থেকে চট্টগ্রাম পালিয়ে আসা এক তরুণী শনিবার (৭ মে) শাপলা আবাসিক এলাকায় গণধর্ষণের শিকার হন। প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং তরুণীর বর্ণনা মতে শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এর আগেও গত বছর আরিফ ও নয়ন কোতোয়ালী থানায় ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিল। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ