আম গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শাহেদুল ইসলাম নামের এক যুবক। সৌভাগ্যক্রমে নিচে না পড়ে গাছের ঢালে আটকা পড়েন তিনি। তাকে নামাতে পরিবারের পক্ষ থেকে ডাকা হয় ফায়ার সার্ভিসকে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে গাছ থেকে নামিয়ে আনেন।
আজ রবিবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সাজিব মিয়া বলেন, রবিবার সকালে গাছে আম পাড়তে ওঠেন শাহেদুল। তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা বোয়ালখালী ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে তাকে উদ্ধার করেন। পরে সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এখন তার জ্ঞান ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ