চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মাদক মামলায় দুইজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকার মৃত হাজী ওয়াদুল হকের ছেলে মো. নুরুল গণি ও পটিয়ার দক্ষিণ হরিণখাইন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম।
সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি বলেন, মাদকের মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এ রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
আদালত সূত্রে আরও জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি আতুরার ডিপু এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। আদালতে ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম