চট্টগ্রামে সীতাকুণ্ডে এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আবদুল কুদ্দুস লিটন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবদুল কুদ্দুস লিটন নোয়াখালী জেলার সেনবাগ থানার মইতন ইউনিয়নের পলতি ছোট সাতবাড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার সেকেন্ড অফিসার এসআই টিবলু মজুমদার। এর আগে গত বুধবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই টিবলু মজুমদার বলেন, শিশুটি মাকে বলার পর তিনি ঘটনাটি স্থানীয়দের জানান। এরপর এলাকাবাসী উত্তেজিত হয়ে আবদুল কুদ্দুস লিটনকে ঘরে বন্দি করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবার দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা