১৮ মে, ২০২২ ২০:০৫

বাকপ্রতিবন্ধীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাকপ্রতিবন্ধীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে এক বাকপ্রতিবন্ধীর ইজ্জত রক্ষা করলেন ট্রাকচালক। ওই চালক জাতীয় সেবা নাম্বার ৯৯৯ নম্বরে ফোন করার ওপর পুলিশ ওই প্রতিবন্ধীকে উদ্ধার করে। পরে শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ। 

তারা হলেন- মো সোহেল, শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, সাদেক এবং ইসহাক মিয়া। মঙ্গলবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে একা পেয়ে গ্রেফতারকৃতরা টানাহেঁচড়া ও শ্লীলতাহানি করতে থাকে। এসময় এক ট্রাক ড্রাইভার তা দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। পাঁচ যুবককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর