চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ভৌগলিকভাবে চট্টগ্রাম একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। নগরে সংগঠিত যেকোনো দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারা দুর্যোগ প্রশমন ও সম্পদের ক্ষতিরোধে কার্যকর সমাধান। এক্ষেত্রে স্থানীয় জনগনের দুর্যোগে সাড়াদানে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এসব বিষয়কে মাথায় রেখে নগরের ৪১টি ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ গ্রহণ করে। দুর্যোগে প্রথম সাড়াদানকারী হিসেবে নগর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ভূমিকা অনস্বীকার্য। আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে নগর স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণ প্রাপ্তির পর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের আয়োজন এবং সেভ দ্য চিলড্রেন ও ইপসার উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে চসিকের গঠিত নগর স্বেচ্ছাসেবক দলের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
রবিবার সকাল ১০টায় নগরীর আগ্রাবাদে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ৪১টি ওয়ার্ডের প্রতিনিধিসহ ৫০ জন স্বেচ্ছাসেবকের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং উপ সহকারী পরিচালক নিউটন দাশের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহিরুল আলম জসিম, ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।
বিডি প্রতিদিন/এএম