অ্যাম্বুলেন্সে করে ফেন্সিডিল পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন মহিউদ্দিন হোসেন, কামরুল হাসান এভং কামাল হোসেন। বৃহস্পতিবার রাতে জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এমএ ইউসুফ বলেন, অ্যাম্বুলেন্স করে ফেনী থেকে ফেনসিডিলের চালান আনা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫৮৯ টি ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল