চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের আসামি ইসমাইলকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. ইসমাইল একই থানার দক্ষিণ জলদীর জাহাঙ্গির আলমের ছেলে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি জানান, জোড়া খুনের আসামিদের গ্রেপ্তারের র্যাব-৭ গোয়েন্দা নজরদারি অব্যহত রাখে। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে জানতে পারে যে, হত্যাকান্ডের এজাহারনামীয় আসামি মো. ইসমাইল নগরীর বাকলিয়া থানার তুলাতলি রোডের ওয়েডিং পার্ক কনভেনশন হলে অবস্থান করছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তবে ঈসমাইল জোড়া খুনের হত্যা মামলার এজাহারের প্রধান আসামি বলে স্বীকার করেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আসামিকে থানায় হস্থান্তর করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ২০ অক্টোবর বাঁশখালী থানার মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন আব্দুল খালেক এবং তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রামদা এবং লোহার রড দিয়ে নির্মমভাবে বুকে, পিঠে, তলপেটে এবং মাথায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। এতে আব্দুল খালেক এবং টিপু সুলতান গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুল খালেক মারা যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টিপু সুলতানও মারা যান। এ ঘটনায় নিহত আব্দুল খালেকের মা বাদী হয়ে বাঁশখালী থানায় ১০ জনকে আসামি ও অজ্ঞাত পরিচয়ের ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম