চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে মীরেরখীল এলাকায় বন্য হাতির আক্রমণে আবদুর রশিদ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত রশিদ একই এলাকার আবদুল নবীর ছেলে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে চার দিকে হাতি মীরেরখীল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়। হাতিগুলো ওই এলাকার দিনমজুর আব্দুর রশিদের ঘরের পাশে কলাগাছ খাচ্ছিল এবং নানাভাবে তান্ডব চালাচ্ছিল। ফজরের আযান দিলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রশিদ। ঘরের বাইরে বের হতেই হাতির আক্রমণে পড়েন তিনি। এসময় একটি বন্যহাতি তাকে পা দিয়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে।
বিডি প্রতিদিন/এএম