চট্টগ্রাম জেলার মিরসরাইয় উপজেলায় বিয়ের পরও শ্বশুরবাড়িতে ঢুকতে না দেয়ায় রুপনা দাশ (৩৩) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার করেছেন। এরপর মঙ্গলবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের বোন বিউটি দাশ বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রুপার স্বামী রুপম কুমার দে, শশুর রাখাল কুমার দে, শাশুড়ি বেলা রানি দে, ভাসুর কাঞ্চন কুমার দে ও জা উর্মিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। এর আগে সোমবার উপজেলার ধূম ইউনিয়নের দক্ষিণ ধূম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন।
তিনি বলেন, মামলার বর্ণনায় জানা গেছে, রুপনাকে রুপম বিয়ে করে তিন বছর আগে। বিয়ের এক বছর পর তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। তার নাম রাখা হয় প্রমা দে। মেয়েটির বয়স এখন দুই বছর। বিয়ের পর একাধিকবার শশুর বাড়িতে একুট ঠাঁয় চায়। কিন্তু রুপমের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার দিনও পুনরায় তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয় ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়াকে জানানো হয়। তিনি সমাধানের আশ্বাস দেন। এতেও সমাধান না হওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করে রুপনা।
ধূম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, একটি মেয়ে গৃহবধূর দাবি নিয়ে শ্বশুর বাড়িতে অবস্থান নিলে বাড়ির লোকজন বিষয়টি আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠাই। এরপরও মেয়েটিকে পরিষদে না এসে পরে শুনলাম নির্মমভাবে মেয়েটি আত্মহত্যার চেষ্টা চালায় এবং হাসপাতালে মারা যান।
বিডি প্রতিদিন/এএম