চট্টগ্রাম কোতোয়ালী থানায় এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো ডাকাতি ও অস্ত্র আইনে ৭ মামলার আসামি জানে আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), মো. ইকবাল হোসেন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সোহেল (২৩), মো. বাদশা (২৫), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন নয়ন (২০)। গত সোমবার গভীর রাতে উক্ত থানা রিয়াজউদ্দিন বাজার এলঅকার ফুট ওভারব্রিজের নিচ থেকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযানে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম