চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় ট্রাক্টর চালকের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে মো. এনাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়ছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. এনাম ওই ইউনিয়নের আহমেদ মিয়ার ছেলে। নিহত মোহাম্মদ এনাম এলাকায় ট্রাক্টর চালাতেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় কিছু লোক এনামের বাড়িতে হামলা করে। তখন সে পাশের বাড়িতে লুকিয়ে পড়লে সেখানে গিয়ে তাকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানেই এনামের মৃত্যু হয়। তার মাথা ও বুকে গুলি লেগেছে। এনামের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম