চট্টগ্রামে ট্রেনের টিকিট বেশি দামে কালোবাজারে বিক্রির সময় ১৯টি টিকিটসহ মো. হাসান আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
আটক হাসান আলী ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার টাঙ্গাটিপাড়ার মৃত আলাল উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হাসান আলীকে আটক করা হলেও আজ শুক্রবার এ নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো নুরুল আবছার।
অভিযোগ আছে, দীর্ঘদিন ধরেই জিআরপি পুলিশ, আরএনবি ও কাউন্টারের চিহ্নিত কয়েকজন বুকিং সহকারীর মাধ্যমে এসব টিকিট কালোবাজারে আসছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো নুরুল আবছার বলেন, চট্টগ্রাম স্টেশন এলাকার সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে রেলের টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় হাসান আলীকে আটক করা হয়। তার কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং টিকিট বিক্রির মোট ৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। হাসান আলীকে আটকের পর রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন