হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্ট এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হালদা নদীতে ঘেরা জাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নদীর ৬টি পয়েন্ট থেকে সাড়ে তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। হালদার জীববৈচিত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম