চট্টগ্রামে ডাম্বার ট্রাকের ধাক্কা এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মো. আসিফ। শনিবার বিকালে জেলার বোয়ালখালী থানাধীন পশ্চিম গুমদন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রাস্তার কাজ করার সময় একটি ডাম্পার ট্রাক আসিফকে ধাক্কা দেয়। এতে মারাত্মক ভাবে আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর