চট্টগ্রামে পাঁচ বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে বিকৃত যৌনাচারের অভিযোগ ওঠেছে। বিষয়টা জানাজানি হলে অভিযুক্ত গনি মিয়া পালিয়ে যান। রবিবার নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকার জঙ্গীশাহ মাজার লেন এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, আইসক্রিম খাওয়ার লোভ দেখিয়ে গনি মিয়া ওই শিশুকে নিজের দোকানে নিয়ে যায়। ওই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে বিকৃত যৌনাচার করে। বিষয়টা জানাজানি হলে গনি মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম