চট্টগ্রামের লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের রুস্তম পাড়ায় ১৯৯৯ সালে নুরুল কবির হত্যা মামলায় ভাই নূর ইসলাম ও তার ৩ পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলা থেকে দুই আসামিকে খালাস দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুর ইসলাম, তার পুত্র ওসমান গণি, সারওয়ার কামাল ও আব্বাস উদ্দীন। খালাসপ্রাপ্তরা হলেন- নূর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে নাছিম আক্তার।
সোমবার দুপুরে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, আধুনগর ইউনিয়নে রুস্তম পাড়ার নুরুল কবির তার বড় ভাই নূর ইসলামের পুত্রকে বিদেশ নিয়ে যান। সেই সময় খরচ হওয়া টাকা দাবি করলে নূর ইসলাম ও তার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর বাড়িতে হামলা করলে পালিয়ে আজলা পুকুর পাড়ে চলে যান নুরুল কবির। সেখানে দেশি অস্ত্র দিয়ে চোখে ও মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় নুরুল কবিরের স্ত্রী খালেদা ইয়াসমিন লোহাগাড়া থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ২১ ডিসেম্বর ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। ২০০৩ সালে ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। মামলায় আদালতে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়৷ আসামিপক্ষে ৩ জনের সাফাই সাক্ষ্য গ্রহণ করে আদালত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন