চট্টগ্রাম অভিযান চালিয়ে আফিম এবং ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মো. জয়নাল। অভিযানে তার কাছ থেকে ৫৩০ গ্রাম আফিম এবং ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকালে জেলার ভুজপুর থানাধীন নারায়ানহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, মাদক ব্যবসায়ীরা আফিম এবং ফেনসিডিলের চালান নিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আফিম এবং ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর