চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে বেইজ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় আধ ঘণ্টা অবরোধ রাখার পর পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়।
আজ বুধবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড় এলাকায় অবরোধের এ ঘটনা ঘটে।
সিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে একটি সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন দেয়ার আশ্বাস দেয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।
বিডি প্রতিদিন/আবু জাফর