চাঁদা না পেয়ে কমফোর্ট হোমটেক্স নামে একটি কারখানায় আগুন দেয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মোবারক হোসেন এবং মো. জিসান।
মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন হাজিরপুল রফিক ডাক্তারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিদেশী পলাতক শিবির ক্যাডার সাজ্জাদের পরিচয় দিয়ে কারখানা মালিককে ফোন করে গ্রেফতারকৃতরা। চাঁদা না পেয়ে গত ২০ জুলাই রাতে কারখানা আগুন দেয়া হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর