উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকায় এ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
হাটহাজারী উত্তর মার্দাশা নৌ পুলিশের ইনচার্জ মো. এনামুল হক বলেন, ভোরে নদীর নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকায় অভিযান পরিচালনাকালে পাতানো অবস্থায় ৮টি অবৈধ চর ঘেরা জাল উদ্ধার করা হয়।
এদিকে, সদর ঘাট নৌ-থানার উপ-পরিদর্শক মিঠুন বালা হালদা নদীর মোহনা, কদুরখিল ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে পাতানো অবস্থায় ১২টি অবৈধ চর ঘেরা জাল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম