চট্টগ্রামে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগানসহ সৈয়দ তানভীর মেহেদী মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। সৈয়দ তানভীর মেহেদী মাসুদ নগরের চকবাজার থানা এলাকার সৈয়দ মোহাম্মদ মুসার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রাইভেটকার করে একটি বড় ধরনের মাদকের চালান নিয়ে নগরের দিকে আসছিল এক মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার দিবাগত রাতে চান্দগাঁও থানার চট্টগ্রাম ওয়াসার মড স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। এ সময় মাসুদকে আটক করা হয় এবং গাড়ির সামনের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম