চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ারসার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কার্যক্রম সহায়তা করছে।
সংঘর্ষের ঘটনায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটি আটকে গেছে। মাইক্রোবাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিকে, উদ্ধারকারী একটি ট্রেনও ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।