চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে ইপিজেড’র পানি শোধনাগারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকালে কর্ণফুলী ইপিজেডের কেন্দ্রীয় পানি শোধানাগারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, শোধনাগারের ভেতর মজুদ রাখা প্লাস্টিকের স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর