চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার প্রধান হোতা সাদ্দাক হোসেন এবং তার সহযোগী মো. জাহেদ ওরফে মোস্তাফা জাহেদকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে জেলার সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে মাদক, অস্ত্র ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযান শুরু করে র্যাব। শুক্রবার রাতে বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালায়ে এ ঘটনার হোতা সাদ্দাম ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই রাতে বাড়বকুণ্ডে জুট মিল এলাকায় গণধর্ষণের শিকার হক এক গৃহবধূ। গণধর্ষণের সময় গৃহবধূর ভাগ্নি ও ফুফাতো ভাইকে মারধর করা হয়। ধর্ষণ করার ভিডিও ধারণ করে।
বিডি প্রতিদিন/এএম