চট্টগ্রামের বহুল আলোচিত সীতাকুণ্ডের সেই জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে বায়েজিদ লিংক রোড এলাকায় সিসি ক্যামেরা বসানো, চেকপোস্টসহ নিরাপত্তা বলয়ে রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সরকারের মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। সন্ত্রাসী তৎপরতা ও বিশৃঙ্খলা ঠেকাতে চলমান কাজ করার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশসহ ৬০ জনের মতো প্রশাসনের লোকজন উপস্থিত থাকবেন। নির্মাণ সামগ্রীসহ সব ধরনের অবৈধ মালামালের প্রবেশ ঠেকাতে এবং গ্যাস পাইপ লাইন ঝুঁকিমুক্ত রাখতে এই সলিমপুরের চার পয়েন্টের রাস্তাও বন্ধ থাকবে।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অন্যদিকে জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের নিরবচ্ছিন্ন পানি-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবারের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় পৃথক ৬টি মামলায় নারী-পুরুষসহ প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানায় বাদি হয়ে পৃথক মামলা দায়ের করেন থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, ৬টি পৃথক মামলায় মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া ১৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জঙ্গল সলিমপুরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এটা সরকারের মেগা প্রকল্পের বড় একটা জায়গা। এটার পাশ দিয়ে রিংক রোডসহ সরকারের গুরুত্বপূর্ণ নানা প্রকল্পের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপ বিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের উপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করা হয়েছে। এরপর বিকাল চারটার দিকে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জঙ্গল সলিমপুরে চলমান কাজের সময় সবসময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সিএমপি, জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ প্রতিদিন ৬০ জনের উপরে প্রশাসনের লোকজন উপস্থিত থাকবে। তবে সব কিছু মিলে এই এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখতে এসব কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, জঙ্গল সলিমপুরের অবৈধ বসতিতে কেটে দেয়া পানি-বিদ্যুতের সংযোগ আবারও ফিরে পেতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে স্থানীয় বাসিন্দারা অবরোধ ও বিক্ষোভ করেছিল গতকাল মঙ্গলবার সকাল থেকেই বিকাল পর্যন্ত। এসময় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক আটকে বিক্ষোভ এই প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি-বিশৃঙ্খলার চরমে উঠে। এসময় পুলিশের সঙ্গেও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন জানা গেছে, কারাগার স্থানান্তরসহ সরকারি মহা-পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা গতকাল মঙ্গলবার থেকে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। অভিযানে পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে প্রথম দিনেই উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন যাদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে তারা উচ্ছেদে বাধা দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি সরকার জঙ্গল সলিমপুরের খাস জমিতে কয়েকটা বৃহৎ কর্মকাণ্ডের পরিকল্পনা করে। সেই অনুযায়ী তথ্যমন্ত্রীসহ কয়েকজন এমপি, সিটি মেয়র ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা একাধিকবার ওই এলাকা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর