ভারতের রাজধানী নয়াদিল্লির একটি জনপ্রিয় বাজার ‘দিল্লি হাটে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে।
বুধবার রাতে এ আগুন লাগে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত দিল্লি হাটে আগুনের সূত্রপাত হয়।
কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আগুন লাগার পর বাজার থেকে দ্রুত সরে যান ক্রেতা ও বিক্রেতারা।
রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাজারে হুলস্থুল পড়ে যায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দেখে মনে হচ্ছিল বেশ বড় ধরনের অগ্নিকাণ্ড। ভারতের গ্রামীণ বাজারের আদলে গড়ে ওঠা এই বাজারে দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্প ও কারুশিল্প নিয়ে আসেন বিক্রেতারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন রাজ্যের একাধিক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাজারে ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের দোকানও রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেল অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উত্তর কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি আবাসিক হোটেলে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম