চট্টগ্রামে ১২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৬০ শতাংশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বিআইটিআইডি ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চমেক ল্যাবে ৩৯টি নমুনার মধ্যে ৫ জন, শেভরনে ১৩টি নমুনা পরীক্ষায় ১ জন, আরটিআরএল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৮টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি, মেট্রোপলিটন হাসপাতালে ১১টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া যায়।
নতুন আক্রান্ত ১১ জন নগরের এবং ১ জন হাটহাজারী উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩ হাজার ৯৩৫ জন নগরের এবং ৩৪ হাজার ৯০৮ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন উপজেলার বাসিন্দা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ