২৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৪

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৯.৬০

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৯.৬০

চট্টগ্রামে ১২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৬০ শতাংশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিআইটিআইডি ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চমেক ল্যাবে ৩৯টি নমুনার মধ্যে ৫ জন, শেভরনে ১৩টি নমুনা পরীক্ষায় ১ জন, আরটিআরএল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৮টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি, মেট্রোপলিটন হাসপাতালে ১১টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া যায়।

নতুন আক্রান্ত ১১ জন নগরের এবং ১ জন হাটহাজারী উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩ হাজার ৯৩৫ জন নগরের এবং ৩৪ হাজার ৯০৮ জন উপজেলার বাসিন্দা।  

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন উপজেলার বাসিন্দা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর