চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম