চট্টগ্রামের সীতাকুণ্ড চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রিয়া রানী ঋষি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার বাসিন্দা।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন জানান, রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাইপাস এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক প্রিয়া রানী ঋষিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক