৭ জানুয়ারি, ২০২৩ ২১:১৮

বসতঘরে বন্য হাতির তাণ্ডবে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বসতঘরে বন্য হাতির তাণ্ডবে আতঙ্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের তিনটি বসতঘরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বন্য হাতি একটি। এ সময় ঘরে থাকা নারী-পুরুষরা আতংকে ঘরের ছাদে উঠে কোনো রকমে নিজেদের রক্ষা করে। শুক্রবার দিবাগত রাতে ওই ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, মূলত খাবারের সংকটের কারণে বন্য হাতিরা এভাবে লোকালয়ে আসে। এর আগেও দু’একবার এমন ঘটনা ঘটেছিলো।

সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাউদ্দীন কামাল জানান, হাতিগুলো বাণীগ্রাম এলাকার রনধীর চৌধুরী, শ্রী হরি দে ও বৈলগাঁও গ্রামের আবদুল মুবিনের বসতঘরে দরজা-জানালা ভাঙচুর করেছে। এর আগেও হাতি সাধনপুর পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে ধান, চাল, বসতবাড়ির ক্ষতি করেছে। হাতির আক্রমণে ৪ জন মারা যাওয়ার ঘটনাও ঘটেছিল।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর