চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভরাপুকুরপাড় এলাকায় আগুনে দুটি বসতঘর আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এই আগুনে স্থানীয় মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আজিমের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনোয়ারা স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানান, ভোর চারটার দিকে জাহাঙ্গীরের ঘরে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরমধ্যে আগুন পাশ্ববর্তী আজিমের ঘরেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগে দুটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম