চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ওয়ার্ডে নতুন ১০টি ডায়ালাইসিস মেশিনে সেবা চালু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) থেকে এসব মেশিনে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
এ নিয়ে মোট ১৭টি মেশিনে রোগীদের ডায়ালাইসিস সেবা চলছে। আগে ৪টি মেশিনে নিয়মিত ডায়ালাইসিস করা হতো। চালু হওয়া ১৭টি মেশিনের সাহায্যে প্রতিদিন তিন সেশনে ৫১ জনকে ডায়ালাইসিস সেবা প্রদান করা যাবে।
চমেক হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রু মারমা বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় নতুন মেশিন চালু হওয়ায় কিডনি রোগীদের সেবা পরিধি বেড়েছে। ৬ মাসের ডায়ালাইসিস বাবদ সরকারিভাবে ২০ হাজার টাকা ফি নির্ধারণ করা আছে। সে হিসেবে প্রতি সেশনে ৪১৭ টাকায় একজন রোগীর ডায়ালাইসিস করা যাবে।
চমেকের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা জানান, কম খরচে রোগীদের সেবা দিতে জরুরি ভিত্তিতে নতুন ১০টি মেশিন স্থাপন করা হয়েছে। এরই মধ্যে রোগীদের এসব মেশিনে ডায়ালাইসিস করা হচ্ছে। এসব মেশিন যুক্ত হওয়ায় অপেক্ষাকৃত অসহায় রোগীরা বেশি উপকৃত হবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ