২ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:০৯

চট্টগ্রামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

‘নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ প্রতিপাদ্যে আইডিএফ ও পিকেএসএফের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া ব্যানার ফেস্টুনে প্রচারণা, আলোচনা, নিরাপদ খাদ্যবিষয়ক গান, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

দিবসের প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক (কারিগরি) মো. খায়রুল আলম, বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোজিনা আক্তার। আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলমের সভাপতিত্বে ও জোনাল ম্যানেজার মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিএফের কো-অর্ডিনেটর মহিউদ্দিন চৌধুরী কায়সার। আলোচনায় অংশগ্রহণ করেন কৃষিবিদ আজমারুল হক, সুদর্শন বড়ুয়া, রেহেনা বেগম, মাহমুদুল হাসান ও আবু নাছের সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ স্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য পূর্বশর্ত। তাই সবাইকে নিরাপদ খাবার গ্রহণে সতর্ক ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠান শেষে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর