কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন সনদ দিয়ে আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ শুরু করা হয়েছে। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন। ‘টিকিট যার ভ্রমণ তার’ প্রতিপাদ্যকে সামনে এনআইডি-জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করেই টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সহযোগিতার জন্য বসানো হয়েছে একটি হেল্প ডেস্ক।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন দিয়ে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা যাবে না। প্রথম দিকে যাত্রীদের সাময়িক কষ্ট হলেও পরে অভ্যস্ত হয়ে যাবে। আধ ঘণ্টার মধ্যেই নিবন্ধন করে টিকিট সংগ্রহ করতে পারবে।
জানা যায়, যাত্রীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারবেন। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। একজনের টিকিট দিয়ে অন্যজন ভ্রমণ করতে পারবেন না। তাছাড়া, একজন আরেকজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কাটতে পারবেন না। এমনটি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থাকে ‘টিকিট যার ভ্রমণ তার’ বলছে রেলওয়ে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি।
সকালে রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন স্টেশন মাস্টার জাফর আলম। উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান, সহকারী পরিবহন কর্মকর্তা (১) মো. মনিরুজ্জামান, সহকারী পরিবহন কর্মকর্তা (২) ফেরদৌস রাজিব, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (১) মেহেদী হাসান, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (২) খলিলুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম