২৪ মার্চ, ২০২৩ ১৯:৫০

‘৭১’র গণহত‍্যার স্বীকৃতি না দেয়া জাতিসংঘের চরম ব‍্যর্থতা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘৭১’র গণহত‍্যার স্বীকৃতি না দেয়া জাতিসংঘের চরম ব‍্যর্থতা’

১৯৭১ সালে পাকিস্তানি সৈন্য ও তাদের দোসরদের হাতে যে ৩০ লাখ বাঙালির পরিকল্পিত হত্যাযজ্ঞ ঘটে, তার কোনো স্বীকৃতি আজও পর্যন্ত দিতে পারেনি জাতিসংঘ। এই ব্যর্থতা কেবল দুঃখজনক নয়, বরং বিশ্ব সংস্থার চরম ব্যর্থতা ও দৈন্যতারই বহিঃপ্রকাশ। বাঙালি গণহত‍্যার এই দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি প্রদান আজ সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী।

শুক্রবার ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, ক্রিয়েটিভ ইউনিভার্সিটির ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ‍্যাপক জাহিদ হোসেন শরীফ, সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আলোচনায় অংশ নেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারী বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, মো. কামাল উদ্দিন, শফিকুর রহমান, ফারজানা মিলা, নবী হোসেন সালাউদ্দিন, শিলা চৌধুরী, কোহিনুর আকতার, এডভোকেট সৈকত দাশগুপ্ত, আবদুল খালেক, রিমন বিন চৌধুরী আরমান প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর