চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির দায়ে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক ওয়ার্ডবয়কে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকালে হাসপাতালের পূর্ব গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম রাউজানের মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে। তিনি আউট সোর্সিং এর ভিত্তিতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে কাজ করতেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, রবিবার সকালে হাসপাতাল থেকে ওষুধ চুরি করে সাদ্দাম। কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে ওষুধগুলো বিক্রি করতে যাওয়ার পথে ফাঁড়ি পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।