৩০ মে, ২০২৩ ১৯:৩২

চাকরির প্রলোভনে আপত্তিকর কাজে বাধ্য, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরির প্রলোভনে আপত্তিকর কাজে বাধ্য, গ্রেফতার ৫

প্রতীকী ছবি

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় মেয়ে শিশুদের এনে আপত্তিকর কাজে বাধ্য করার অভিযোগে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার নগরীর বন্দর থানার ইছাক ডিপো এলাকায় তৃতীয় লিঙ্গের শ্রাবন্তী নামে একজনের বাসা থেকে চার কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-তৃতীয় লিঙ্গের শ্রাবন্তী (৩৪), মিতু আক্তার কাজল (১৯), আমির হোসেন (৩৫), মো. জামাল (৫২) ও আব্দুল জলিল (৫৫)।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ইছাক ডিপো টোল প্লাজা বাই পাস রোডে শ্রাবন্তীর ভাসমান টিনের ঘরে মেয়ে শিশুদের আটকে রেখে জোরপূর্বক যৌন নিপীড়ন করার খবরে শ্রাবন্তীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখান থেকে ১৩ ও ১৪ বছর বয়সী ৪ কিশোরীকে উদ্ধার করা হয়।

শ্রাবন্তী নগরীর রেলস্টেশন, টাইগার পাস এলাকায় অসহায় কিশোরীদের লালন-পালন করার প্রলোভন দেখায়। রাজি হলে নিজের ঘরে নিয়ে যায়। এরপর টাকার বিনিময়ে আপত্তিকর কাজে বাধ্য করে। রাজি না হলে তাদের নির্যাতন করে। তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর