চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও মো. আরমান আলীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর দেওয়া সমর্থনসূচক ভোটারের স্বাক্ষরে মিল না পাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নিয়ম অনুযায়ী যেকোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর থাকতে হয়। এই দুই প্রার্থী যেসব ভোটারের স্বাক্ষর প্রদর্শন করেছেন, তাদের অনেকের স্বাক্ষরে মিল পাওয়া যায়নি। তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। দুই প্রার্থী চাইলে আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন।
এদিকে এই দুই প্রার্থী বাদ পড়ার ফলে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া।প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী) আসন। গত ২ জুন ডা. আফছারুল আমীন এমপি’র মৃত্যুর পর ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করা হয়।
তফসিল মতে, বাতিল হওয়া মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ৭-৯ জুলাই, নিষ্পত্তি হবে ১০-১১ জুলাই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। এরপর ইভিএমের মাধ্যমে আগামী ৩০ জুলাই উপনির্বাচনের ভোট নেওয়া হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামরা থাকবে।
বিডি প্রতিদিন/এমআই