চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে মো রিফাত নামে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে নগরীর ঈদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সিনিয়র সহকারি পরিচালক তাপস কর্মকর্তার বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রিফাত নগরীর ঈদগাঁও এলাকায় অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, ২০২০ সালের ১০ নভেম্বর নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রিফাত গ্রেফতার হন। এ ঘটনায় রিফাজতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর থেকেই পলাতক ছিলেন রিফাত।
বিডি প্রতিদিন/এএ